সূরা আল-আম্বিয়া | আল কুরআনের ২১ তম সূরা | অর্থ: নবীগণ
MP3•Episod hem
Manage episode 296544365 series 2921591
Innehåll tillhandahållet av Quran For Lifeline. Allt poddinnehåll inklusive avsnitt, grafik och podcastbeskrivningar laddas upp och tillhandahålls direkt av Quran For Lifeline eller deras podcastplattformspartner. Om du tror att någon använder ditt upphovsrättsskyddade verk utan din tillåtelse kan du följa processen som beskrivs här https://sv.player.fm/legal.
সূরা আল আম্বিয়া (আরবি: سورة الأنبياء "নবীগণ") । শ্রেণী: মাক্কী, নামের অর্থ: (নবীগণ), সূরার ক্রম: ২১, আয়াতের সংখ্যা: ১১২, সিজদাহ্র সংখ্যা: নেই । নামকরণ: কোন বিশেষ আয়াত থেকে এ সূরার নামকরণ করা হয়নি। এই সূরায় যেহেতু অনেক নবীর কথা বর্ণনা করা হয়েছে তাই এর নাম রাখা হয়েছে “আল আম্বিয়া”। বিষয়বস্তু মুহাম্মাদ ও কুরাইশদের সাথে মধ্যে যে বিবাদ ছিল তা এখানে প্রতিফলিত হয়েছে। কুরাইশরা নবী করীম এর রেসালতের দাবী, আখেরাতে বিশ্বাস ও তওহীদের বিরুদ্ধে মনে যে অবিশ্বাস ও সন্দেহ করত তার বিরুদ্ধে জবাব দেয়া হয়েছে।এই সূরায়, তারা মুহাম্মদ কে যে ভয়প্রদর্শন করত তার বিরুদ্ধে ভয় এবং চরম শাস্তির কথা বলা হয়েছে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যাকে তোমরা শত্রু মনে করছো তিনি তোমাদের জন্য রহমতস্বরূপ।
…
continue reading
39 episoder